প্রিমিয়ার ভার্সিটি ও অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মতবিনিময়

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৬:৫৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের এক মতবিনিময় জিইসি মোড়স্থ ক্যাম্পাসে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়।অ্যাক্রডিটেশনের আবেদন সংক্রান্ত বিষয়ে মতবিনিময়ে অনলাইনে অংশগ্রহণ করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর ড. এস. এম. কবির এবং ড. রীতা পারভীন। প্রিমিয়ার ভার্সিটির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন,

 

উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, প্রফেসর ড. তৌফিক সাঈদ, প্রফেসর মোহাম্মদ মঈনুল হক, অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির ও রেজিস্ট্রার খুরশিদুর রহমান। এছাড়া অনলাইনে অংশগ্রহণ করেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর সোহেল এম. শাকুর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান

সহযোগী অধ্যাপক সাদাত জামান খান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক, আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী, পাবলিক

হেলথ বিভাগের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম এবং ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ। বিভিন্ন বিভাগের এসএ কমিটির সদস্যবৃন্দও অনলাইনে অংশগ্রহণ করেন। এই সভায় কারিকুলাম, শিক্ষাপদ্ধতি, লার্নিং আউটকাম, প্রোগ্রাম লার্নিং ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসন্দেহ হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ