প্রিমিয়ার ভার্সিটিতে লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:৪৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী গলিস্থ ভবনে অর্থনীতি বিভাগের উদ্যোগে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে বিভাগের চেয়ারপারসন ফারজানা ইয়াসমিন চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত প্রোগ্রামে লাইব্রেরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-গ্রন্থাগারিক মোহাম্মদ কাউসার আলম। তিনি বলেন, বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে গ্রন্থাগারসমূহের ধারণা ও সংগ্রহ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। মানবজ্ঞানকে সহজলভ্য করতে ডিজিট্যাল লাইব্রেরির বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তিশিল্পী সুমন বিশ্বাস স্মরণে বোধনের ‘কিষাণকাব্য’
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজিয়েটস’র চিকিৎসা সহায়তা