আবৃত্তিশিল্পী সুমন বিশ্বাস স্মরণে বোধনের ‘কিষাণকাব্য’

| শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:৪৭ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজন আবৃত্তিশিল্পী সুমন বিশ্বাস স্মরণে বিশেষ প্রযোজনা ‘কিষাণকাব্য’ মঞ্চায়ন হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত কিষাণকাব্য কুশীলবে ছিলেন ইসমাইল চৌধুরী সোহেল, গৌতম চৌধুরী, বিপ্লব কুমার শীল, সঞ্জয় পাল, অনুপম শীল, পলি ঘোষ, লিমা চৌধুরী, শান্তা সেনগুপ্তা, শুভাগত বড়ুয়া, বিজয় শংকর বড়ুয়া, পূর্ণা দাশ, জলিল উল্লাহ, ত্রয়ী দে, এবিএম আলবেরুনী, হাসিবুল ইসলাম শাকিল, ঈশা দে, সেউঁতি মজুমদার, বৈশাখী বড়ুয়া, পহেলী বড়ুয়া, মলি দে প্রমুখ। কুশীলবদের পোশাক ভাবনায় ছিলেন আবৃত্তিশিল্পী অরূপ ভট্টাচার্য্য। নাট্যজন মঈনুদ্দীন কোহেলের আবহ পরিকল্পনায় আবহ সঞ্চারে ছিলেন আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী। আলোক প্রক্ষেপণে শিমুল নন্দী। বিশেষ এ প্রযোজনা সন্ধ্যার তাৎপর্যময় কথামালায় অংশ নেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ার। বক্তব্য রাখেন সুমন বিশ্বাসের স্ত্রী সুপ্রিয়া চৌধুরী, ছোটবোন শিমু বিশ্বাস, মেয়ে সাঁঝবাতি, বোধন সদস্য অলকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে রিসার্চ মেথডোলজিস বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম