প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অভিযোগ কমিটির মতবিনিময় সভা

| শুক্রবার , ২০ মে, ২০২২ at ৯:২৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটির অভিযোগ কমিটির সঙ্গে উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা ও মনোচিকিৎসক মেহজারিন বিনতে গাফ্‌ফারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বলা হয়, করোনাকালে শিক্ষার্থীরাই মানসিক স্বাস্থ্যসমস্যার শিকার হয়েছে খুব বেশি। কারণ এ সময়ে শিক্ষা কার্যক্রম অনলাইনের মাধ্যমে চালিয়ে যেতে হয়েছে। তাই দিনের বড়ো একটা সময় তাদের স্ক্রিনের সামনে অতিবাহিত করতে হয়েছে। ফলে তাদের সঙ্গে সহপাঠি, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শিক্ষকদের সরাসরি যোগাযোগ ব্যাহত হয়েছে। বাইরের জগতে অন্যদের সাথে মেলামেশার সুযোগ কমে যাওয়ায় অনেকের সামাজিক দক্ষতা হ্রাস পেয়েছে। এসব বিভিন্ন কারণে কিছু সংখ্যক ছাত্রের মধ্যে মানসিক সমস্যাও দেখা দিয়েছে। অনেকে পড়াশোনার প্রতি আগ্রহও হারিয়ে ফেলেছেন। অনুষ্ঠানে মনোচিকিৎসক মেহজারিন বিনতে গাফ্‌ফার ও সমাজকর্মী জেসমিন সুলতানা পারু করোনাকালে সৃষ্ট সামাজিক ও মানসিক সমস্যা সম্পর্কে আলোচনা করবেন এবং এসব সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, সে ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন। সভায় উপস্থিত ছিলেন অভিযোগ কমিটির আহ্বায়ক আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, সদস্য-সচিব অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, সদস্য গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, ব্যবসা-প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরী এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকেএম নূরুন্নবীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধসরাইপাড়া ডিগ্রি কলেজে ওয়ার্ড আ.লীগের সভা