প্রস্তুতিতে নেমে পড়লেন সালমারা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

আসন্ন ৯ম বাংলাদেশ গেমস ও দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ মেয়ে ক্রিকেট দল। বুধবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে শুরু হওয়া ১৩ দিনের এই ক্যাম্পে অংশ নিচ্ছেন জাতীয় দল ও ইমার্জিং দলের মোট ৩২ মহিলা ক্রিকেটার। ক্যাম্প চলবে ১ মার্চ পর্যন্ত। এরপর ২ মার্চ দুই দলই চলে যাবে সিলেটে। সেখানে ৫ দিনের প্রস্তুতি শেষে ৬ মার্চ থেকে শুরু করবে বাংলাদেশ গেমসের মিশন, শেষ হবে ১২ মার্চ। গেমসে মেয়ে ক্রিকেটের ইভেন্টে অংশ নিচ্ছে- বাংলাদেশ জাতীয় নারী দল, ইমার্জিং দল ও অনুর্ধ্ব-১৯ দলের মেয়ে ক্রিকেটাররা। ওয়ানডে ফর্মেটে সিঙ্গেল পদ্ধতিতে ফাইনালসহ মোট চারটি ম্যাচ খেলবেন মেয়েরা। ক্যাম্প সামনে রেখে গত ১৫ ফেব্রুয়ারি হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় রিপোর্ট করেছেন নারী দলের সদস্যরা। ফিটনেস টেস্ট শেষে গতকাল থেকে শুরু হয়েছে স্কিল ট্রেনিং।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৬.৩৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনাদালকে হারিয়ে সেমিতে সিৎসিপাস