জব্বারের বলী খেলা ছড়িয়ে দিতে চান সারা বিশ্বে

সংবাদ সম্মেলনে বলী খেলার আয়োজক কমিটি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

আজ বসছে আবদুল জব্বারের বলী খেলার ১১৫ তম আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে তিনদিন ব্যাপি বৈশাখী মেলা। লালদীঘির পাড়ে এবং তার আশেপাশের এলাকায় যেন পা ফেলার জায়গা নেই। প্রচন্ড গরম উপেক্ষা করে মানুষ ছুটছে বলী খেলা এবং বৈশাখী মেলার দিকে। এদিকে বলী খেলার আয়োজক কিমটি জানিয়েছে তারা এই ঐতিহ্যবাহি বলী খেলা আয়োজনে পুরোপপুরি প্রস্তুত। তার আজকের বলী খেলাকে উৎসবে পরিণত করতে চায়। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান বরাবরের মতই লালদীঘি মাঠে জমবে বলী খেলা। বিপুল সংখ্যক বলীর উপস্থিতি কামনা করছেন তারা। জব্বারের বলী খেলা এবং বৈশাখী মেলা কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী জানান তারা সবকিছু প্রস্তুত করে রেখেছেন। যে উৎসব এরই মধ্যে শুরু হয়ে গেছে সেটা পূর্ণতা পাবে আজ বলী খেলার মাধ্যমে। এবারের বলী খেলার স্পন্সর এনএইচটি হোল্ডিংস লিঃ এর অঙ্গ প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্স এবং মঈণ এগ্রো। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর বলেন আমি আসলে যে এলাকাটিতে বলী খেলা হয়ে থাকে সে এলাকারই বাসিন্দা। আমি ছোট বেলা থেকেই এই মেলা এবং বলী খেলা দেখে আসছি। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমার প্রতিষ্ঠান এই বলী খেলার সাথে সম্পৃক্ত হয়েছে। তিনি বলেন আমি মনে করি এই বলী খেলা এরই মধ্যে বাংলাদেশ ছাপিয়ে সারা বিশ্বে জায়গা করে নিয়েছে। আশা করছি এই ঐতিহ্য আরো হাজার বছর টিকে থাকবে। আমরা আশা করি আগামীতে আরো জমজমাট হবে এই আয়োজন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবারের জব্বারের বলী খেলার প্রধান বিচারক এবং সিজেকেএস সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাবেক প্রধান বিচারক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ মালেক এবং জব্বারের বলী খেলার সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন বলী খেলার স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি সরওয়ার আলম চৌধুরী মনি, বলী খেলা কমিটির সদস্য সাহেদ মুরাদ সাকু। আয়োজকরা বলেন জব্বারের এই বলী খেলা সত্যিকারের ঐতিহ্যে পরিনত হয়েছে সাংবাদিকদের কারণে। তাই অন্যান্যবারের মতো আজকের আয়োজনেও সাংবাদিকরা তাদের গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন সে প্রত্যাশা করেন তারা।

পূর্ববর্তী নিবন্ধএবার শেষ ওভারে তুলোধুনো হলেন মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধবেহাল দশা প্রথম বিভাগ ক্রিকেট লিগের