প্রযুক্তির সুবিধা গ্রহণ করে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান

বিদ্যালয় ভবন উদ্বোধনে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি  | বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা বান্ধব কর্মসূচিতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় স্কুল মাদ্রাসা ও কলেজে বিগত ১৪ বছরে ১৮৮টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী চান স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা। এজন্য বর্তমান প্রজন্মকে উন্নত ও আধুনিক করে গড়ে তুলতে কাজ করতে হবে। প্রযুক্তির সুবিধা গ্রহণ করে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। হুইপ বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দেশের টেকসই উন্নয়ন এগিয়ে চলছে। তিনি গতকাল বুধবার পটিয়ায় ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কর্ত্তালা বেলখাইন মহাবোধি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রিদুয়ান মুহাম্মদ এরফানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আ..ম শামসুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, বড়লিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, প্রকৌশলী দিলীপ নাথ, প্রকৌশলী মুহাম্মদ আরমান, এম এজাজ চৌধুরী, মোজাম্মেল হোসেন রাজধন, ইউনুছ তালুকদার, উজ্জল বড়ুয়া, জহির চৌধুরী, সুরজিত বর্ধন, কাজল বড়ুয়া, আবুল হাসেম মেম্বার, মো. মফিজুর রহমান, এম ইদ্রিছ চৌধুরী অপু, জসিম উদ্দিন বাবু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউপজেলা প্রশাসনকে ১২ হাজার কেজি জৈব সার দিল রাউজান পৌরসভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ