প্রবীণ দিবসে আজাদী সম্পাদকসহ তিন গুণীজনকে সম্মাননা

| রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’-প্রতিপাদ্য নিয়ে গতকাল প্রবীণ নাগরিক ফোরাম চট্টগ্রামের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এতে চট্টগ্রামের তিন গুণী ও কীর্তিমানকে পৃথক পৃথকভাবে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন- একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক এবং বিশিষ্ঠ শিক্ষা ও ক্রীড়া ব্যক্তিত্ব অধ্যাপক শায়েস্তা খান।
এতে প্রবীণ নাগরিক ফোরাম চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি প্রকৌশলী এনামুল বাকী, সাধারণ সম্পাদক কবি মুশফিক হোসাইন, উপদেষ্টা আমিনুর রশীদ কাদেরী, আবুল কাসেম, কবি আনন্দ মোহন রক্ষিত। পরে এক দোয়া ও প্রার্থনায় বিশ্বের সকল প্রবীণদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয় এবং প্রবীণদের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চক্ষু ক্যাম্প
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ১১