প্রতিশ্রুতি

নিগার সুলতানা | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

হে বঙ্গবন্ধু,
কখনো পদ্মনাথের মত তেজস্বী তুমি
কখনো চন্দ্রালোকের মত কোমল,
কখনো স্রোস্বিনীর মত শান্ত তুমি
কখনো স্বচ্ছ পাথরের মত চঞ্চল।
হে বঙ্গবন্ধু,
তোমার ভাষণের গর্জনে কেঁপেছিল আলবদর,
কেঁপেছিল হায়ানার দল।
তোমায় রেখেছিল যারা কারাগারে নয় মাস,
৭১- এর বাংলার দামাল ছেলেরা
করেছিল তাদের সর্বনাশ।
হে বঙ্গবন্ধু,
যতদিন রবে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী,
যমুনা বহমান,
ততদিন গেয়ে যাবো তোমার গুণগান।
হে বঙ্গবন্ধু,
যতদিন ভূলোকে সবুজ শ্যামলে ঘেরা
নীলাম্বরীর বুকে উদিত হবে উষাপতি,
ততদিন তোমার গড়া সোনার বাংলার মাটিতে
সোনার ফসল ফলাবো আমরা
দিলাম তোমায় এই প্রতিশ্রুতি।

পূর্ববর্তী নিবন্ধসেই ‘খোকা’ আজ বাংলাদেশের রূপকার
পরবর্তী নিবন্ধমুজিব জন্মশতবার্ষিকীতে