প্রতিবন্ধীদের মাঝে নিষ্ঠা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

| বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল দেয়া হয়েছে প্রতিবন্ধীদেরকে। গত ১ জানুয়ারি থেকে কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয়। করোনাকালীন কাফন-দাফন-সৎকার, অক্সিজেন, এ্যাম্বুলেন্স, টেলিমেডিসিন, নগদ অর্থদান সহ বহুমুখী সেবার পাশাপাশি শীতার্তদের শীতবস্ত্র কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে গত গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৫০জন প্রতিবন্ধীকে কম্বল বিতরণ করা হয়। সংস্থার চেয়ারম্যান ছালামাত উল্লাহর সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান এম. এ সবুরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার জেনারেল সেক্রেটারি ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। প্রধান অতিথি ছিলেন চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। বিশেষ অতিথি ছিলেন আলমগীর পারভেজ, মোজাম্মেল হক ভূইয়া, রিয়াদ মাহমুদ, মাহবুবুল আলম, আবুল কালাম চিশতি প্রমুখ। প্রধান অতিথি নিষ্ঠার গৃহীত মানবিক কর্মসূচিগুলোতে স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছে যুদ্ধজাহাজ বিএনএস আবু উবাইদাহ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের পথচলার এক দশক