ফুটপাতে দোকানের বর্ধিত অংশ, ভেঙে দিয়ে সাইকেল জব্দ

চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

নগরের সদরঘাট অমর চাঁদ রোডের উভয় পাশে অবস্থিত সাইকেল পার্টসের দোকানের বর্ধিত অংশ ভেঙ্গে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

এসময় ফুটপাতের উপর অবৈধভাবে রাখা বেশ কয়েকটি সাইকেল জব্দ করে মানুষ চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দেয়া হয়। গতকাল চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনিষা মহাজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। একই অভিযানে ফলমণ্ডি স্টেশন রোড, নিউ মার্কেট, জুবলি রোড এবং আমতল পর্যন্ত নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা, দোকান উচ্ছেদ ও মালামাল জব্দ করা হয় বলে জানান চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
পরবর্তী নিবন্ধআনোয়ারায় এক চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন জমা