প্রতিদিন হোক ভালোবাসা

জায়তুন্নেছা জেবু | সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসে ভালোবাসাকে রাঙ্গিয়ে মানুষ তাদের প্রিয়জনকে বিভিন্ন উপহার দিয়ে থাকে। দোকানগুলো ফুলে ফুলে ভরে থাকে। পার্কে, সী-বীচে, সমুদ্র সৈকতে, রেস্টুরেন্টে ভালোবাসা দিবসে ভরপুর থাকে। এই দিবসটি শুধু ১৪ ফেব্রুয়ারী কেন? ভালোবাসা তো প্রতিক্ষণের প্রতিদিনের। ভালোবাসায় আছে সুদৃঢ় সাম্য। পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান। ভালোবাসায় থাকে স্বর্গীয় সুখ। আর প্রকৃতির ভালোবাসাই একমাত্র ভালোবাসা যা মানসিক আশা আকাঙ্ক্ষাকে প্রতারিত করে না। আর ভালোবাসা আছে বলেই ভালোবাসি পরিবার পরিজন, আত্নীয়, স্বজন, বন্ধু, বান্ধব, প্রতিবেশী সবার সাথে ভালোবাসার মিলন ঘটে। মা সন্তানকে ভালোবেসেই ভালোবাসার দাম নিজের তৃপ্তির মধ্যে পেয়ে যান। ভালোবাসা বিধাতার অমূল্য দান যা মানুষের জীবনকে সুখী ও সুন্দর করে। তাই ভালোবাসা দিবস একদিনের জন্য পালন না করে প্রতিদিন পরিবারের মানুষকে ভালোবাসা, তাদের পাশে থাকা, ভালোবাসার জন্যে স্বার্থত্যাগে কোনো ন্যায়-অন্যায়বোধ না থাকা। তাই আমাদের ভালোবাসা হোক প্রতিদিন। ভালোবাসা দিয়ে আগলে রাখি প্রিয়জনদের। আর যাদেরকে ভালোবাসি তারা থাকুক আমাদের চোখের সামনে। পৃথিবীর সকল মা বাবাকে অজস্র ভালোবাসা। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা।

পূর্ববর্তী নিবন্ধনিঃস্বার্থ ভালোবাসার মূর্ত প্রতীক হচ্ছে মা
পরবর্তী নিবন্ধভালোবাসা