নিঃস্বার্থ ভালোবাসার মূর্ত প্রতীক হচ্ছে মা

বিভাস গুহ | সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মা। যাঁর স্নেহ মায়া মমতা আদর ভালবাসার কোন তুলনা হয় না। মা যার ঘরে থাকে সে ঘরে স্বর্গের সুখ বিরাজ করে। মহানন্দের হাট বসে সর্বদা। সন্তানের মাথার উপর মায়ের আশীর্বাদের হাতটা সবসময় ছায়ার মত থাকে। মা যার ঘরে থাকে না সে ঘর অরণ্যের সমান। কবির ভাষায়, ‘মা নেই ঘরে যার/ সংসার অরণ্য তার।’ বাইরে থেকে ঘরে প্রবেশ করে মায়ের হাসিমাখা মুখটা দেখার সাথে সাথে সারাদিনের ক্লান্তি অবসাদ যেন নির্মল এক প্রশান্তিতে ভরে তোলে। মায়ের শরীরের সুমধুর একটা ঘ্রাণ আছে যেটা একমাত্র সন্তানই অনুভব করতে পারে। যে ঘ্রাণ সন্তানকে অনাবিল স্বর্গীয় প্রশান্তিতে এনে দেয়। তাই মায়ের কোলে গেলে সহজেই সন্তান বুঝতে পারে সে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। মায়ের কোলই হচ্ছে সন্তানের নিরাপদ আশ্রয়স্থল। মায়ের আঁচলতলে স্নেহ মমতা ভালোবাসার যে নির্মল প্রশান্তি তা আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ভালোবাসার শ্রেষ্ঠ তীর্থস্থান হচ্ছে মায়ের চরণতল। সে তীর্থে অবগাহন করে আমরা সন্তানরা যেন পৃথিবীর সমস্ত মানবের প্রতি ভালোবাসা প্রদর্শন করি। সে মা যখন বৃদ্ধা হয় আমরা যেন সে মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেবা ও যত্ন দিয়ে তাঁদের ভরিয়ে রাখি। কখনও যেন কোন কিছুর অভাব অনুভব করতে না দিই। তাঁদের কোন কাজে বা আচরণে যেন বিরক্ত না হই। তাঁদের সঙ্গ দিয়ে আনন্দ দিয়ে সময় পার করি। তাঁরা সেটাই চান। ভুলেও যেন দুঃখ কষ্ট বা একাকীত্ব অনুভব করতে না দিই। বৃদ্ধাশ্রম যেন কোন মায়ের জন্য শেষ আশ্রয়স্থল না হয়। সারাজীবন মা যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সন্তানকে আগলে রেখেছে শেষ বয়সে সে ভালোবাসা দিয়ে আমরাও যেন মাদের আগলে রাখি। সেটাই হোক সন্তান হিসেবে আমাদের প্রতিজ্ঞা। প্রতিটি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা চিরজাগরুক থাকুক। ভাল থাকুক পৃথিবীর সম মা। ভালবাসা দিবসে মায়ের প্রতি অফুরন্ত শ্রদ্ধা ও ভালবাসা। লেখক : শিক্ষক ও প্রাবন্ধিক

পূর্ববর্তী নিবন্ধবসন্ত এসেছে ফাগুনের রঙে
পরবর্তী নিবন্ধপ্রতিদিন হোক ভালোবাসা