বসন্ত এসেছে ফাগুনের রঙে

রূপক কুমার রক্ষিত | সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

বসন্ত এসেছে ফাগুনের রঙে
মিষ্টি হওয়ায় চড়ে,
হাতখানা হাতে দুজনা দুজনে
স্বপনের পথ ধরে।
মনের টানে মন ছুটে যায়
প্রেমের মধু মোহনায়,
মনের উঠান আজ বসন্তে রঙিন
ফাগুনের আঙিনায়।
পলাশের রঙে সাজাবো তোমায়
শিমুলে রাঙাব মন,
মিষ্টি মুখের মুচকি হাসিতে
জাগাবো প্রেমে আলোড়ন ।
মনের আঙিনায় রঙের জোয়ারে
ভাসাবো প্রেমের ভুবন,
ফাল্গুনী হাওয়ায় রঙিন ছোঁয়ায়
উদাসী আলিঙ্গন।
ভালোবাসার সুবাস ছড়াব
বসন্তের ফুলে ফুলে,
উচ্ছ্বলতায় পরশ ছড়াব
আনন্দদোলায় দুলে ।
দিনে দিনে প্রেম জমেছে হৃদয়ে
হাজার কথার ডালা,
ফাগুনের কালে পলাশে শিমুলে
বুনিব তার মালা।
উরু উরু মনে আকুল প্রাণে
তোমাতে আমাকে হারাব,
দুরু দুরু বুকে জড়িয়ে তোমাকে
ফাগুনের রঙে রাঙাব।
চোখে চোখ রেখে চোখের কথায়
সুরে সুরে গাবো গান,
হৃদয়ের ছোঁয়ায় হৃদয়ে বাজাবো
সুরেলা কোকিলা কলতান।

পূর্ববর্তী নিবন্ধগগনেন্দ্রনাথ ঠাকুর : আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধনিঃস্বার্থ ভালোবাসার মূর্ত প্রতীক হচ্ছে মা