প্রজন্মের উত্তরাধিকারের অনুষ্ঠান ‘উচ্চারণগুলো শোকের’

| রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১১:১১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী স্মরণে প্রজন্মের উত্তরাধিকারের উদ্যোগে ‘উচ্চারণগুলো শোকের’ অনুষ্ঠান গতকাল ৪ আগস্ট নগরীর মোমিন রোডস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলআবৃত্তি, সঙ্গীত, বঙ্গবন্ধুর ভাষণ, অভিনয় ও কথামালা। সংগঠনের সভাপতি মো. মনির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনোজ কুমার দেব। শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন নওশিন সায়রা, গীতাপাঠ করেন হৃদিকা দে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণের অনুরণন শোনান অ্যাড. সনজীবন চৌধুরী।

সঙ্গীত পরিবেশন করেন তৃষা দে, ত্রিবেণী পাল, অরূপ বড়ুয়া। কবিতা আবৃত্তি করেন বিজয় শংকর চৌধুরী, তন্বী দাশ, লিটন বড়ুয়া, অধ্যক্ষ জনার্দন বণিক। কথামালায় অংশ নেন চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, চিটাগং ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক, মাস্টার অজিত কুমার শীল, প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী, ডা. নারায়ণ মজুমদার, পীযুষ পাল, নূপুর দাশগুপ্ত, সরোয়ার আমীন (বাবু), শ্যামল বৈদ্য। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন শ্যামল বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ
পরবর্তী নিবন্ধদেশের উন্নয়নে ডায়মন্ড সিমেন্টও বিশ্বস্ততার সাথে ব্যবসা করে যাচ্ছে