দেশের উন্নয়নে ডায়মন্ড সিমেন্টও বিশ্বস্ততার সাথে ব্যবসা করে যাচ্ছে

আনোয়ারায় সাপ্লায়ার্স অফিস উদ্বোধনকালে লায়ন হাকিম আলী

| রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার সিমেন্ট ডিলার এন্ড মাচের্ন্ট গ্রুপের সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী বলেছেন, বঙ্গবন্ধু টানেল, চায়না ইকোনমিক শিল্পজোন ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে আনোয়ারার প্রাণকেন্দ্র কালাবিবি মোড় অতি শীঘ্রই ব্যবসাবাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। বর্তমানে এ এলাকায় প্রতিযোগিতামূলকভাবে শিল্প কারখানা, ব্যাংক, বীমাসহ অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় দেশের উন্নয়নে ডায়মন্ড সিমেন্টও বিভিন্ন ডিলারদের মাধ্যমে এখানে বিশ্বস্ততার সাথে ব্যবসাবাণিজ্য পরিচালনা করে যাচ্ছেন। আগামীতে আনোয়ারার উন্নয়নে ডায়মন্ড সিমেন্ট আরো ভূমিকা রাখবে ইনশাল্লাহ।

গতকাল শনিবার দুপুরে আনোয়ারা ট্রেডিং কর্পোরেশন ও মেসার্স ইমাদ এন্ড ব্রাদার্স নামের দুটি জেনারেল মার্চেন্ট এন্ড অর্ডার সাপ্লায়ার্স অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, ডায়মন্ড সিমেন্টের প্রধান মার্কেটিং কর্মকর্তা আবদুর রহিম, সিনিয়র এজিএম কামরান জামান, এজিএম দিপ্তিমান, ডেপুটি ম্যানেজার মোশারফ হোসেন, সহকারী ম্যানেজার মো. জাহিদুল ইসলাম চৌধুরী, মো. আয়মান আজগরী ও আনোয়ারা ট্রেডিং কর্পোরেশন ও মেসার্স ইমাদ এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধীকারী মোহাম্মদ শেখ মোহাম্মদ সরওয়ার হোসেনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রজন্মের উত্তরাধিকারের অনুষ্ঠান ‘উচ্চারণগুলো শোকের’
পরবর্তী নিবন্ধচবি ক্যাম্পাসে ও সিভাসুতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা