প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর গত ২৫ মার্চ শুক্রবার সংখ্যায় শেষের পাতার প্রথম কলামে ‘মীরসরাইয়ের লাল বিবি ওয়াছি খাঁ মসজিদ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত তথ্যে ভুল রয়েছে বলে দাবি করেছেন উক্ত ওয়াকফ স্টেটের উত্তরাধিকার মোরশেদ আহছান খান। তিনি প্রতিবাদ লিপিতে জানান, উক্ত মসজিদের প্রকৃত নাম হলো ‘হামিদুল্লাহ খান জামে মসজিদ’। মসজিদের সংস্কার কাজের দরুন নাম ফলকটি সরিয়ে রাখায় প্রতিবেদক হয়ত দেখতে পাননি। তিনি জানান, খান বাহাদুর হামিদুল্লাহ খান ওয়াকফ স্টেট ও আব্দুল্লাহ খান ওয়াকফ স্টেটের অংশ বিশেষ মসজিদের উক্ত জায়গাটি। যা বর্তমানে মরহুম এবিএম শায়েস্তা খানের নিজস্ব সম্পত্তি। তাঁরই ওয়ারিশগণ তিন সন্তান যথাক্রমে আমাদুদ্দৌল্লাহ খান, আহসান উদ্দৌল্লাহ খান ও আজিম উদ্দৌল্লাহ খানের তদারকিতে রয়েছে উক্ত ওয়াকফ স্টেট।

প্রতিবেদকের বক্তব্য : প্রাচীন এই মসজিদটির ইতিহাসঐতিহ্য অনুসন্ধানের সময় মসজিদের সামনে বা আশেপাশে কোথাও মসজিদের নাম ও ওয়াকফ এস্টেটের কোনো সাইনবোর্ড বা ফলক খুঁজে পাওয়া যায়নি। ইতিহাস গবেষক আহমদ মমতাজের ‘চট্টগ্রামের সুফী সাধক২য় খণ্ড’ থেকে উক্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধকুমিল্লায় মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল