প্রকাশিত সংবাদের প্রতিবাদ

| শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর শেষ পৃষ্ঠায় গত ২৬ অক্টোবর প্রকাশিত ‘নয় বাণিজ্যিক ব্যাংকে চিঠি দিল এসএওসিএল’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের ৭ কর্মকর্তা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ছিদ্দিকুর রহমান, উপ-ব্যবস্থাপক মাহমুদুল হক তুষার, মোকাররম হোসেন, সহকারী ব্যবস্থাপক হায়দার আলী ফকির, কর্মকর্তা মো. আলমগীর, কামরুল হুদা, আতাউর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়- প্রতিবেদনে ৬৫ লাখ ও ৩০ লাখ টাকার দুটি চেকে ৯৫ লাখ টাকা বিপিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন ব্যতিরেকে উত্তোলন করা হয়েছে মর্মে উল্লেখিত তথ্য সঠিক নয়। মূলত চেক দুটির মাধ্যমে কোম্পানির নিজস্ব অন্য ব্যাংক হিসেবে স্থানান্তর করা হয়েছে। অর্থ উত্তোলন করার বক্তব্য মিথ্যা ও বানোয়াট। মূলত উক্ত অর্থ স্থানান্তরের নথির চেক দুটি উপ-মহাব্যবস্থাপক (বিপণন) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ নথিতে অনুমোদন করেও অস্বীকার করেছেন বলে প্রতিবাদলিপিতে দাবি করা হয়।
প্রতিবেদকের বক্তব্য : ৯ বাণিজ্যিক ব্যাংকে প্রেরিত চিঠি ও সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যের আলোকে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। উপরন্তু প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য জানতে ব্যবস্থাপক ছিদ্দিকুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত সন্নিবেশ করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধশামসুল ইসলাম চৌধুরী
পরবর্তী নিবন্ধডা. তাহের খান-আজাদ পরিষদকে জয়যুক্ত করার আহ্বান