প্যাসিফিক জিন্স গ্রুপের অফিস পরিদর্শনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নকল্পে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তে সুবোলো গত ২৩ আগস্ট সিইপিজেডস্থ প্যাসিফিক জিন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিভার্সেল জিন্স লিমিটেড ও গ্রুপের কর্পোরেট অফিস পরিদর্শন করেন।

রাষ্ট্রদূতকে প্যাসিফিক জিন্স গ্রুপের পক্ষ হতে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর ও হেড অব ডিজাইন লুৎমিলা ফরিদ এবং বেপজার পক্ষ হতে সিইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান স্বাগত জানান।ইউনিভার্সেল জিন্স পরিদর্শনের সময় রাষ্ট্রদূত নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহার করে নিয়ন্ত্রিত বৈদ্যুতিক শক্তি ব্যবহার, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও পানি শোধনাগারের মাধ্যেমে পুনরায় পানির ব্যবহারসহ বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যেমে পরিবেশের প্রতি প্যাসিফিক জিন্স গ্রুপের দায়িত্বশীল আচরনের ভূয়সী প্রশংসা করেন। তিনি এ সময় প্যাসিফিক জিন্স্‌ গ্রুপের প্রয়াত চেয়ারম্যান এম নাসির উদ্দিনকে স্মরণ করেন এবং তার বাণিজ্যিক দূরদৃষ্টির মাধ্যমে গ্রুপের পাশাপাশি বাংলাদেশের রপ্তানি খাতের অগ্রগামীতায় তার ভূমিকাকে বিশেষভাবে উল্লেখ করেন। তিনি আশা রাখেন তৈরী পোশাক রপ্তানি খাতে প্যাসিফিক জিন্স গ্রুপ উত্তরোত্তর উন্নতি করবে এবং একটি ইতিবাচক মানদন্ড হিসেবে সবার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। উল্লেখ্য, গত ১৫ বছরের ব্যবসায়িক যাত্রায় ইউনিভার্সেল জিন্স লিমিটেড তৈরী পোশাক রপ্তানিখাতে নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরার পাশাপাশি সকলেন জন্য একটি অনুকরণীয় পথিকৃত হিসাবে প্রতিষ্ঠিত করেছে। যার মধ্যে বাংলাদেশের সমস্ত রপ্তানি খাতের মধ্যে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসাবে বঙ্গবন্ধু শেখমুজিব রপ্তানি পদকসহ ৯ টি জাতীয় রপ্তানি পদকস্বর্ণ এবং ১টি জাতীয় রপ্তানি পদকরৌপ্য অর্জন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রজাপতি
পরবর্তী নিবন্ধচিহ্নহীন চিরকাল