চিহ্নহীন চিরকাল

সাদিকা রুমন | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

চিহ্নহীন চিরকাল মুছে যেতে পারে সকলই। নিমেষেই। গাছের বাকলে যোগচিহ্ন দিয়ে লেখা নাম। পাতার ওপর সন্তর্পণ পায়ের আকার। স্বপ্নের ঝালরে গেঁথে রাখা গান। অগুণিত অশ্রুর অক্ষর। মুছে যাওয়া মানে তবু বিস্মরণ নয়। কিংবা কখনো মুছে যাওয়া মানে, চিহ্নহীন এক চিরকাল হয়ে যাওয়া।

পূর্ববর্তী নিবন্ধপ্যাসিফিক জিন্স গ্রুপের অফিস পরিদর্শনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধঅচেনা আপন জীবন বাস্তবতার গল্প