পোড়া ছাই মাটিতে বিলীন

জসিম হায়দার | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

দিবসের কোলাহল থেমে গেলে পরে

নিশীথের নীরবতায় মন একাকার,

ভাবনার করিডোরে একা ভেবে যাই

কোথাও দেখি না আলো ঘিরেছে আঁধার।

সেই কবে নিভে গেছে আলোর প্রদীপ

আঁধারেই ডুবে মরি কাটে না সময়,

বিষাদের অন্ধকারে হারিয়ে জীবন

নির্জনে কাঁদে একা বিমর্ষ হৃদয় ।

স্বপ্ন বিলাসী মন সুখের পাখিটারে

পারে না এখন আর পোষ মানাতে,

সুদূর আকাশে থাকে সে পরম সুখে

সোনার শিকল পারেনি পায়ে পরাতে।

রাত শেষে কেটে যায় সকল নীরবতা

প্রকৃতি জেগে ওঠে জাগরণী গানে,

অশান্ত মন ছুটে সুখের নাগাল পেতে

ভাগ্যই দুখের ভার কাছে টেনে আনে।

সব কলি ঝরে যায় হঠাৎ ঝড়ে

ভাঙে ঢাল কাঁদে তরু বোবা বেদনায়,

মালঞ্চে নেই আজ ভ্রমরের গুঞ্জন

ছেয়ে যায় চারপাশ নীরব শূন্যতায়।

জীবনটা শূন্য ধূলিময় ধুসর মরুভূমি

নিয়তির প্রবল ঝড়ে জীর্ণমলিন

যেন একটি প্রাণ জীবন্ত দাহের পরে

কর্দমাক্ত পোড়া ছাই মাটিতে বিলীন।

পূর্ববর্তী নিবন্ধতফাজ্জল হোসেন মানিক মিয়া : নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ
পরবর্তী নিবন্ধতবুও আমি বিপথগামী