তবুও আমি বিপথগামী

কাজী মোহাম্মদ শাহজাহান | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

তবুও আমি বিপথগামী, ভুলের পিঠে চড়ি

ভুলেভালে জীবন চলে, ভুলের গড়াগড়ি।

মনে জাগে ভুলের ভুল, ভুল তাড়াতে মরি

শুদ্ধ চলার শব্দহীনে হঠাৎ ভুলে পড়ি।

ভুলের গান জীবনমান, ভুলের স্বপ্ন আশা

ভুলে চলি টলাটলি, ভুলের চাষে চাষা।

ভুল তাড়াতে আগবাড়িয়ে রাগে চলি পথ

ভুলের তালে তলিয়ে যাই ভুলের সহমত।

ভুলের ডাকে বিপদ ডাকি, পুষতে থাকি ভুল

ভুলে ভরা জীবন নদী ভুল গড়া তার কূল।

পূর্ববর্তী নিবন্ধপোড়া ছাই মাটিতে বিলীন
পরবর্তী নিবন্ধমঙ্গল সংগীত