মঙ্গল সংগীত

কানিজ ফাতেমা রোজী | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

সবুজ হারিয়ে কংকালসার দেহটা একাকী দাঁড়িয়ে

কুসুমাবৃত যৌবনদিনে ছিল কত সুরের নিস্বন।

প্রাকৃতিক উৎসবে বসতো কুহক কুহকী মেলা

কর্ম চিন্তা আর দীপালোকে ছিল সোনাঝরা স্বপ্ন।

অনিন্দ্য সুখের ছায়া পড়েছিল তীর্যক হৃদয় চরে

একদা যত্নে গড়া সৌন্দর্য ডোবে কালের আবর্তে।

এভাবে উজ্জ্বলতা হারিয়ে যার সবার অলখে

ঝলমলে অবয়ব ঠিক পরিণত হয় অনিশ্চিতে।

ভীরু পাথরের মাঝে বাজে চির মঙ্গল সংগীত

কঠিন আকাশের নীচে একা অন্তহীন আঁধারে।

তুমি সানন্দে যুক্ত করো নিজেকে রোদের সকালে

জ্বলজ্বল করে জেগে উঠো মহাবিশ্বে মহাকালে।

পূর্ববর্তী নিবন্ধতবুও আমি বিপথগামী
পরবর্তী নিবন্ধজন্মের পরে আরেক জন্ম