পোশাক শিল্প এলাকায় শুক্র-শনি ব্যাংক খোলা

| সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

কোরবানির ঈদ উপলক্ষে পোশাককর্মীদের বেতন-ভাতা এবং রপ্তানি বিল বিক্রির সুবিধায় শিল্প এলাকায় ব্যাংকের শাখাগুলো আগামী শুক্র ও শনিবার ছুটির দিনও খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১০ জুলাই কোরবানির ঈদ হচ্ছে। নির্দেশনা অনুসারে তার আগে ৮ ও ৯ জুলাই কিছু ব্যাংক খোলা থাকবে। গতকাল রোববার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তা অনুসারে, সব ব্যাংকের ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পঘন এলাকার শাখা খোলা রাখতে হবে। এই সময়ে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে শুধু তৈরি পোশাক শিল্পঘন এলাকার ব্যাংকের চেক ছাড় করতে।

পূর্ববর্তী নিবন্ধসহযোগিতার প্রস্তাব পশ্চিমাদের বিবেচনার আশ্বাস সিইসির
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ঝাঁপিয়ে পড়ে হরিণ শাবকটিকে বাঁচালেন কৃষক