পেকুয়ায় গহীন জঙ্গলে অস্ত্রের কারখানার সন্ধান

৮ অস্ত্রসহ আটক ৩

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

পেকুয়ার গহীন জঙ্গলে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৭। গত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের জুমপাড়ায় ওই কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় কারখানা থেকে দেশীয় তৈরি ৮টি অস্ত্র উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কারিগর আমিরুল ইসলাম (৩৫), আব্দুল গফুর (২৮) ও বাদশা (৩০)। কারিগর আমিরুল টৈটং ইউনিয়নের নাপিতাখালি এলাকার মো. ছিদ্দিকের ছেলে। গফুর জুমপাড়ার নুরুল কাদেরের ছেলে এবং বাদশা ওই এলাকার মো. মূসার ছেলে।
র‌্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন আগে উপকূলের শীর্ষ জলদস্যু কবির বাহিনীর প্রধান কবিরসহ ১৫ জনকে আটক করে র‌্যাব। পরবর্তীতে র‌্যাবের জিজ্ঞাসাবাদে কবির জানায়, টৈটং ইউনিয়নের জুমপাড়ায় সন্ত্রাসী আব্দুল হামিদের অস্ত্র তৈরির কারখানা থেকে সে অস্ত্র সংগ্রহ করে। তার দেওয়া তথ্য মতে র‌্যাব টৈটং ইউনিয়নের জুমপাড়ার বেশ কয়েকটি পাহাড়ে ৪৮ ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে অস্ত্র তৈরি কারখানার সন্ধান পায়। পরে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করে র‌্যাব। এ সময় ৮টি নতুন তৈরি করা দেশীয় অস্ত্র উদ্ধার করে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে অস্ত্র কারখানার মূল হোতা আব্দুল হামিদ। সে এখনো এই পাহাড়ের কোথাও লুকিয়ে আছে বলে ধরণা করছি। খুব শীঘ্রই তাকে আটক করতে সক্ষম হব।

পূর্ববর্তী নিবন্ধদেশেই উৎপাদন হচ্ছে চিংড়ি পোনার খাবার মাইক্রোএলজি
পরবর্তী নিবন্ধ১৭ বছর পর কমল ব্যবহারকারীর সংখ্যা