পূর্ব ষোলশহরে হযরত আঁছি শাহের (রহ.) বার্ষিক ওরশ

| রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ হযরত আঁছি শাহের (রহ.) ১০৫ তম বার্ষিক ওরশ মাজার কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলমের সভাপতিত্বে গতকাল মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ওরশ শরীফের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান চৌধুরী, সহসভাপতি মো. আমির উদ্দীন, সম্পাদক মন্ডলীর সদস্য ইব্রাহিম বাবুল, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, ইলিয়াছ বাবুল, দেলোয়ার হোসাইন, দেলোয়ার হোসেন বাচা, মো. বখতেয়ার, মাওলানা হায়দার আলী, মোহাম্মদ হারুন উর রশীদ বাপ্পী, মোহাম্মদ আব্দুল্লাহ আল আহসান হিমেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ বাচ্চু মিয়া, মোহাম্মদ আবুল কালাম, আব্দুচ সাত্তার, মোহাম্মদ সাগর, মোহাম্মদ হিরু, মোজাম্মেল, মো. ফারুক, মোহাম্মদ শুক্কুর, মো. জিয়াদ, হেলাল, অলি, আব্দুল মালেক, নুর হোসেন, লিটন পারভেজ, মোহাম্মদ লিটন, তারেক, মিনহাজ মুন্না, রাহী, রায়হান, মিজান প্রমুখ। মাজার কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম হযরত আঁছি শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওরশে দিনব্যাপী কর্মসূচিতে ছিল সকাল থেকে খতমে কুরআন, খতমে গাউসিয়া, তাহলীল ও মিলাদ কিয়ামসহ ওয়াজ মাহফিল ও তাবারুক বিতরণ। ওরশ মোবারকে ভক্তঅনুরক্তসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা সোলাইমান কাসেমী (.জি.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঙালি সেনাদের সবচেয়ে বড় বিদ্রোহটা ঘটেছে চট্টগ্রামেই
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ১১৭ লিটার চোলাই মদ উদ্ধার