পূর্বাশার আলোর স্মরণসভা

| শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পূর্বাশার আলোর প্রধান পৃষ্টপোষক আ. . . নাছির উদ্দীন বলেছেন, সমাজকে আলোকিত করাই ছিল তাসদিক সিকুর লক্ষ্য, আলোকিত সমাজ বিনির্মাণে তাসদিকসিকুর যে অবদান তা কখনোই ভুলা যাবেনা। পূর্বাশার আলোর উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি তরুণ লেখক তাসদিক উদ্দিন চৌধুরী ও সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম সিকুর স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আ জ ম নাছির উদ্দীন। গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত স্মরণ সভায় সংগঠনের সভাপতি আবু সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম সিকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম৮ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, নুর হোসেন, সৈয়দ মোরশেদ উল্লাহ, প্রফেসর আবু নঈম চৌধুরী, আতিকুর রহমান আতিক, কলামিস্ট নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল, কফিল উদ্দীন রানা, জিন্নাত সুলতানা ঝুমা। আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রাশেদ, মো. সেলিম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ, আবু জুবায়ের রিয়াজ, মুনতাসীর মাহমুদ, মো. মোরশেদ, আকতার হোসেন, আবু বক্কর চৌধুরী, পারভেজ, দিদার আলম, মাহফুজুল করিম, মো. আলমগীর, ওমর ফারুক, এডভোকেট শহীদুল ইসলাম, সাবেকুন নাহার জিসান সহ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. মাহমুদ হাসানের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধআজ চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ইফতার মাহফিল