পুষ্টি সপ্তাহে দুস্থদের মাঝে খাবার বিতরণ

| সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৭:১৯ পূর্বাহ্ণ

জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে করোনা পরিস্থিতিতে সভা ও র‌্যালির পরিবর্তে গতকার রোববার চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর দুস্থদের মাঝে খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। খাবার ও সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, ছোলা, সেমাই, চিনি, চিড়া, সোয়াবিন তেল, পিঁয়াজ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লাইফবয় সাবান ও গুড়ো সাবান। এসময় বিভাগীয় পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কমরুল আযাদসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন। জাতীয় পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন, পুষ্টি উন্নয়নের বুনিয়াদ’।
খাবার বিতরণ অনুষ্টানে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবসময় মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। সাবান ও পানি দিয়ে ঘনঘন হাত ধূয়ে নিয়ে অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার ব্যবহার করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলাসহ শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসিএমপি পশ্চিম বিভাগের খাদ্য সামগ্রী বিতরণ