সিএমপি পশ্চিম বিভাগের খাদ্য সামগ্রী বিতরণ

| সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৭:১৯ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আয় বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগ। এ উপলক্ষে গতকাল সিএমপির হালিশহর থানাধীন একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।
এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের ২৪ টি বিট এলাকায় বসবাসরত প্রায় ১০,০০০ আয় বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল ও ১ কেজি অন্যান্য খাদ্য সামগ্রী সহ সর্বমোট ১২ কেজি খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে। এসময় উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ আব্দুর রউফ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুষ্টি সপ্তাহে দুস্থদের মাঝে খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে চাঁদের গাড়ি উল্টে খাদে আহত ৩