পুলিশী হয়রানি বন্ধের দাবি

পরিবহন মালিকদের সভা

| শনিবার , ৯ জানুয়ারি, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভা গত বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস ও মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা মালিক গ্রুপের সভাপতি জহুর আহমদের সভাপতিত্বে সভায় পরিবহন নেতারা পুলিশী হয়রানি বন্ধের দাবি জানান। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক গোলাম নবী। বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মাহবুবুল হক মিয়া, মহাসচিব গোলাম রসুল বাবুল, অতিরিক্ত মহাসচিব হাজী মোহাম্মদ ইউনুচ ও গ্রুপভুক্ত সকল সংগঠনের নেতৃবৃন্দ। সভায় চলতি মাসে সংগঠনের জরুরি সভা আহ্বান করার সিদ্ধান্ত হয়। সভায় নাজিম উদ্দীন আহমদ, তরুণ দাশগুপ্ত ভানু, অহিদুর নুর কাদেরী, হাবিবুর রহমান চৌধুরী, জাফর আহমদ, সহিদ নঈম সুমন, মো. আকবর, কলিম উল্লাহ, সুভাষ দাশ, শহিদুল ইসলাম, সিরাজুদ্দৌলা নিপু, মেজবাহুল ইসলাম, নজরুল ইসলাম, আবুল বশর, অধ্যাপক সোলাইমান হোসেন, মো. নুরুন্নবী, মফিজুর রহমান. নাছির উদ্দিন, মনজুর খান, আহসান হাবিব, রোকসান উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. শাহজাহান, হারুনুর রশিদ মিন্টু, রিটন মহাজন, মো. মুছা, নারায়ন দাশ, মিলন দেব ও নাজিম উদ্দীন লালু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমানবসেবাই সর্বোত্তম ইবাদত
পরবর্তী নিবন্ধসারদা দেবীর জন্মতিথি উৎসব পালন