পায়ে হেঁটে ১৫০ কিমি পথ পাড়ি দেবে ৪ রোভার

| বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

রোভারিংএর সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষে চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের ৩ জন এবং হাজী মুহাম্মদ মহসিন কলেজ রোভার স্কাউট গ্রুপের ১ জন রোভার ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পথ পরিভ্রমণ শুরু করেছে। গতকাল ভোরে তারা চট্টগ্রাম কলেজ থেকে পায়ে হেঁটে পথ পরিভ্রমণ শুরু করে।রোভার স্কাউট গ্রুপের সেবা স্তরের এই ৪ রোভার চট্টগ্রাম কলেজ থেকে শুরু করে গাছবাড়িয়া, লোহাগাড়া, চকরিয়া, রামু হয়ে কঙবাজার জেলা পরিষদ পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করবে। রোভার স্কাউট গ্রুপের দলনেতা মু. খোরশেদুল আলম জানান, গতকাল ভোরে তারা পথ পরিভ্রমণ শুরু করে। রোভার স্কাউট গ্রুপের সদস্যরা হলেন, দলনেতা মু. খোরশেদ আলম, সহকারী দলনেতা মো. হেলাল উদ্দিন, সদস্য জাবেদ আমিন ও সদস্য তৌহিদুল ইসলাম। ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণকালে তারা প্রতিদিন সকাল সাড়ে ৬ টায় যাত্রা আরম্ভ করে সন্ধ্যা সাড়ে ৬ টায় যাত্রা বিরতি করবে। উপজেলা ও জেলা পরিষদ ডাকবাংলোতে রাত্রিযাপন করবে। আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে এই পরিভ্রমণ কর্মসূচি সম্পন্ন করবে দলটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালন স্মরণোৎসব ও পদ্মহেম সম্মাননা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে কর্মশালা