পাহাড় ধসে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৯:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের রামুর হিমছড়িতে পাহাড় ধসে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে প্রায় ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আজ শনিবার (৩ জুলাই) ভোর ৪টার দিকে হিমছড়ির ৩নং ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পরে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সদস্যরা এস্কেভেটর দিয়ে রাস্তা থেকে মাটি সরিয়ে নিলে মেরিন ড্রাইভে যোগাযোগ ব্যবস্থা পুনস্থাপিত হয়।
গত এক সপ্তাহর বেশি সময় ধরে টানা বৃষ্টির কারণে গত কয়েকদিন ধরেই কক্সবাজারে পাহাড় ধসের ঘটনা ঘটছে। এতে জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকজন হতাহত হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের অন্যত্র সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। হিমছড়িসহ জেলার পাহাড়ি এলাকাগুলোতে প্রতি বছরই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পর্যটকসহ বহু মানুষ হতাহত হয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালে কক্সবাজারে মাত্র একদিনের পাহাড় ধসেই ৬ সেনা সদস্যসহ ৫২ জন মানুষ মারা যায়। তারপর একসঙ্গে এতবড় মৃত্যুর ঘটনা না ঘটলেও পাহাড় ধসে মৃত্যুর ঘটনা থামেনি। মূলত পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসতবাড়ি ও রাস্তাঘাট নির্মাণের কারণেই এমন অনাকাঙ্খিত পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটছে বলে মনে করেন পরিবেশবাদীরা।
কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন ইয়েস কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন বলেন, “পাহাড় কেটে বসতি নির্মাণের কারণে গত এক মাসে রোহিঙ্গা ক্যাম্পসহ জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু হতাহত হয়েছে। প্রতি বছরই পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটছে। পাহাড় কেটে রাস্তা নির্মাণের কারণে পাহাড় ধসে রাস্তাঘাটে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। এজন্য নির্বিচারে পাহাড়কাটা বন্ধ করতে হবে।”

পূর্ববর্তী নিবন্ধপুরুষ রোগীর নাম রমিজা খাতুন!
পরবর্তী নিবন্ধভূমধ্যসাগরে বাংলাদেশীসহ ৪৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু