পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় মিরসরাইয়ে এক ব্যক্তির মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১১:০৮ অপরাহ্ণ

মিরসরাই উপজেলার বারইয়ারহাট রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৫২ বছর বয়সী ওই ব্যাক্তির নাম বাবুল হোসেন বলে জানা গেছে।

তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর বল্লবপুর গ্রামের মৃত জমির উদ্দিন মজুমদারের ছেলে।

আজ সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বাবুল হোসেন চট্টগ্রামের হালিশহর এলাকার মইন্নাপাড়া রাস্তার মাথা এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাই অংশের দায়িত্বে থাকা সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ১ চেয়ারম্যানসহ ৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত
পরবর্তী নিবন্ধসদরঘাটে হেলে পড়েছে ৩ তলা ভবন