সদরঘাটে হেলে পড়েছে ৩ তলা ভবন

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১২:৩৭ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট থানা এলাকার স্ট্র্যান্ড রোডে একটি তিন তলা ভবন হেলে পড়েছে।

ভবনটির মালিক দাবি করেছেন, সিডিএ’র ড্রেনেজ ব্যবস্থার খনন কাজের জন্য ভবনটি হেলে পড়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) রাতে আনুমাঝির ঘাট এলাকায় ভবনটি হেলে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেটির বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ শুরু করে।

ভবনের মালিক শুভ দাশ বলেন, “সিডিএ’র ড্রেন নির্মাণের কাজে মাটি খননের কারণে ভবনের গোড়া থেকে মাটি সরে গিয়ে ভবনটি হেলে পড়েছে। ভবনের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় দুপুর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরাতে শুরু করি। রাত হতে হতে আরও বেশি হেলে পড়েছে ভবনটি।”

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, “ঘটনাস্থলে এসে ভবন ও তার আশপাশের জনসাধারণকে সরিয়ে নেওয়া শুরু করেছি। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন ও কাউন্সিলরকে জানানো হয়েছে। ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পাশে একটি মন্দিরও রয়েছে সেটিও কিছুটা হেলে পড়েছে।”

পূর্ববর্তী নিবন্ধপাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় মিরসরাইয়ে এক ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা