পালিয়ে থাকার ১০ বছর পর চট্টগ্রামে ধরা হত্যা মামলার আসামি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৮:৪৬ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ার আলোচিত প্রবাসী ইদ্রিস হত্যা মামলার অন্যতম আসামি মঞ্জুরুল হোসেন ওরফে মঞ্জুর (৪৫) অবশেষে গ্রেফতার হয়েছে।

১০ বছর পালিয়ে থাকার পর এই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ির আবুল কাসেমের ছেলে।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে সে গ্রেপ্তার হয়।

আলোচিত এই হত্যা মামলার অন্য আসামিরা হলেন— মো. ওসমান, তোফায়েল আহমদ, ওয়াকিল আহমদ, ছাবের আলম, জসিম (গ্রেপ্তার মঞ্জুরের বড় ভাই) ও ইসমাইল।

মঞ্জুরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আবুল ফারেজ জুয়েল বলেন, ‘২০১৫ সালের প্রবাসী ইদ্রিস হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা ছিল। এরপর থেকে গ্রেফতার এড়াতে সে পালিয়ে বেড়াচ্ছিলো। অবশেষে দীর্ঘ ১০ বছর পালিয়ে থাকার পর র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধবাইক দুর্ঘটনায় রামুর পোল্ট্রি ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধঈদের ছুটিতে বঙ্গবন্ধু টানেলে টোল আদায় ৮১ লাখ