পানিতে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

টেকনাফে পানিতে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮ টায় ও সকাল সাড়ে ১১ টায় টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প সংলগ্ন পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, রোববার সকাল ৮ টার সময় নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের ডি ব্লক সংলগ্ন বেস্টনীর বাইরের পুকুরে ক্যাম্পের ডি-ব্লকের মোহাম্মদ সাকেরের শিশু কামাল সাদেক (৭) ও শালবাগান ২৬ নং ক্যাম্পের ব্লক-ই/২ এর নুরু বাশারের শিশু ইয়াছার (৮) দ্বয়ের লাশ পাওয়া যায়। গত ৫ জুন শনিবার সন্ধ্যা হতে শিশুদ্বয় নিখোঁজ ছিল।

একই দিন সকাল সাড়ে এগারটায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বি-ব্লকের মো. আইয়ুবের শিশু মো. সাইফুল (১৪) ছাগল চড়াতে গিয়ে পুকুরে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আইপিডি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে প্রেরণ করেন। সেখানে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফস্থ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলেখকের ভিত্তি তৈরিতে সাহিত্য সংগঠন ভূমিকা পালন করে