লেখকের ভিত্তি তৈরিতে সাহিত্য সংগঠন ভূমিকা পালন করে

আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির অনুষ্ঠানে বক্তাদের অভিমত

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সাহিত্য একার সন্নাস। কোনো সংগঠন কাউকে লেখক বানায় না। কিন্তু লেখকের ভিত্তি তৈরিতে সাহিত্য সংগঠন ভূমিকা পালন করে। যে কোনো সংগঠনের উদ্যোগে আয়োজন হতে পারে সাহিত্যাসর। এখানে পাঠ হতে পারে কবিতা, গল্প, প্রবন্ধ বা যে কোনো ধরনের লেখা। আলোচনা হতে পারে পঠিত লেখার ওপর। আলোচনার মাধ্যমে উপকৃত হবেন সংশ্লিষ্ট লেখক।

আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমি নতুন একটি সংগঠন, যেটি সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরিতে কাজ করে যাবে বলে আমাদের বিশ্বাস। গত ৪ জুন চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও লেখক রাশেদ রউফ।

অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আকতার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক মিসকাতুল মমতাজ, শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ, গল্পকার দীপক বড়ুয়া, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, শৈলী সাহিত্য বুলেটিন সম্পাদক আজিজ রাহমান, সাংবাদিক আরিফ রায়হান, অমিত বড়ুয়া, এস এম আবদুল আজিজ, কল্যাণ বড়ুয়া, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, ইমতিয়াজ শাওন, স ম জিয়াউর রহমান, এম কামাল উদ্দিন, আজিজা রূপা, নাসিমা হক মুক্তা, তাপস চক্রবর্তী, লিটন কুমার চোধুরী, সুমি দাশ, লিপি বড়ুয়া, প্রদ্যুত কুমার বড়ুয়া, রাসু বড়ুয়া প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপানিতে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধকর আইনজীবী বদিউজ্জামান স্মরণে দোয়া মাহফিল