পাকিস্তান সিরিজও খেলা হচ্ছে না সাইফউদ্দিনের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

কঠিন সময় থেকে সহসাই মুক্তি মিলছে না বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। পিঠের ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথ থেকেই ছিটকে গেছেন। তার জায়গায় পেসার রুবেল হোসনেকে দলভুক্ত করা হয়েছে। এবার জানা গেল নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও খেলা হচ্ছে না সাইফউদ্দিনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দিয়েছেন এই তথ্য। দেবাশীষ বলেছেন সাইফউদ্দিনের ইনজুরি একটু গুরুতর। একমাস বিশ্রামের পর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। বিশ্বকাপের পর তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান দল। পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট দুটি আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। যেহেতু ইনজুরি থেকে সেরে উঠতে মাসখানেক সময় লাগবে তাই স্বাভাবিকভাবেই পাকিস্তান সিরিজ মিস করবেন এই পেস বোলিং অলরাউন্ডার। সাইফউদ্দিন এমনিতেই টেস্ট খেলেন না।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম উইজার্ড আয়োজিত মুজিব শতবর্ষ টি-১০ ক্রিকেট শুরু
পরবর্তী নিবন্ধপ্রীতি ফুটবল ম্যাচে পটিয়া ফুটবল একাদশ জয়ী