পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৬:৫৭ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর প্রথম শ্রেণির ক্রিকেট এবং ‘এ’ দলের সিরিজের উপর গুরুত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার সেই ‘এ’ দল মাঠে নামতে যাচ্ছে। প্রায় এক বছর পর আবার মাঠে দেখা যাবে বাংলাদেশ ‘এ’ দলকে। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি সিরিজ খেলবে তারা। সামনেই টেস্ট ক্রিকেটে ব্যস্ত সূচি থাকায় লাল বলের ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে বিসিবির এই পরিকল্পনার কথা জানালেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আগামী মাসের শুরু থেকেই জাতীয় দলের ব্যস্ততা থাকবে টিটোয়েন্টি বিশ্বকাপ ঘিরে। ১ জুন থেকে শুরুর অপেক্ষায় থাকা বৈশ্বিক আসরের প্রস্তুতির অংশ হিসেবে মে মাসে জিম্বাবুয়ে ও বিশ্বকাপের সহআয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ শেষে দলকে মূল মনোযোগ দিতে হবে টেস্ট ক্রিকেটে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, চলতি বছর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলবে বাংলাদেশ। মোমিনুল হক, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেনের মতো লাল বলের ক্রিকেটারদের প্রস্তুতির জন্য তাই ‘এ’ দলের সিরিজ আয়োজন করছে বিসিবি। সবশেষ গত বছরের মেজুনে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। এরপর জুলাইয়ে শ্রীলঙ্কায় এসিসি ইমার্জিং কাপে খেলেন জয়, তানজিদ হাসান, সাইফ হাসান, জাকির হাসানরা। জালাল ইউনুস বলেন আমাদের ‘এ’ দলের খেলা আছে। পাকিস্তানের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি সিরিজ আছে। নিউজিল্যান্ড ‘এ’ দল আসবে সেপ্টেম্বরের শেষের দিকে। আমরা এর মধ্যে পরিকল্পনা করছি। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত ভালো একটা সময় আছে। সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। ভারতের সঙ্গে খেলা আছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা আছে। এজন্য আমরা একটি পরিকল্পনা সাজাচ্ছি। যাতে আমাদের লাল বলের ক্রিকেটাররা যারা এখানে থাকবে, তাদের নিয়ে যাতে কাজ করা যায়। যদিও তিন সিরিজের কোনোটির সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে এটুকু জানা গেছে, টিটোয়েন্টি বিশ্বকাপ চলাকালে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। পরে ফিরতি সফরে বাংলাদেশে আসবে পাকিস্তানের ‘এ’ দল। সেপ্টেম্বরের শেষ দিকে আসবে কিউইরা। প্রতিটি সিরিজেই দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারত-পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন করবে না এসিসি
পরবর্তী নিবন্ধ২১ এপ্রিল ফিরছেন হাথুরুসিংহে