পল্টন হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের রক্তাক্ত অধ্যায়

সিপিবির সমাবেশে বক্তারা

| শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:০৬ পূর্বাহ্ণ

সিপিবি, চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা বলেছেন, ২০০১ সালে ঢাকার পল্টনে সিপিবির সমাবেশে বোমা মেরে আমাদের অনেক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়।

গতকাল শুক্রবার নগরীর সিনেমা প্যালেস মোড়ে পল্টন হত্যা দিবসে সিপিবি চট্টগ্রাম জেলার সমাবেশে তিনি এ কথা বলেন।

জেলা সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, অধ্যাপক উত্তম চৌধুরী, সীতারা শামীম, নারী নেত্রী রেখা চৌধুরী, কাজী নুরুল আবসার, রবি শংকর সেন নিশান, শুভ দেবনাথ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার দোয়া মাহফিল