পলোগ্রাউন্ডের সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা

আজাদী ডেস্ক | রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ : গতকাল শনিবার সাগরিকার মোড় থেকেই প্রচার-প্রচারণার কাজ শুরু করেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপন বিভাগের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. ইসমাইল। এ সময় সাথে ছিলেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মিয়া মেম্বার, ইউনিট নেতা আক্তারুজ্জামান চৌধুরী আক্তারসহ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা।

এমইএস কলেজ ছাত্র সংসদ : আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করে তুলতে ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চুর পক্ষ থেকে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে প্রচার-প্রচারণা এবং পথসভার আয়োজন করা হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে একটি ট্রাকযোগে প্রচার ও প্রচারণা শুরু হয়। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, ইলিয়াস উদ্দীন, ইয়াছিন আরাফাত কচি, খোরশেদ আলম মানিক, আব্দুল হালিম মিতু, আশরাফ উদ্দিন টিটু, কামরুল ইসলাম রাসেল, মাসুদ হোসেন, মো. সালাউদ্দিন, ইমাম উদ্দিন নয়ন, জাবেদ হোসেন জিকু, আজিম উদ্দিন তালুকদার, মো. শাকিল, রাকিব হায়দার, নুরুন নবী শাহেদ আবদুল্লাহ আল নোমান, মুজিবুর রহমান, আবু সাইদ মুন্না, আওরাজ ভূঁইয়া রনক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৪০নং ওয়ার্ড আ.লীগ : আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ২৫ নভেম্বর কাটগড় ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আবদুল বারেক কোম্পানি। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদের সঞ্চালনায় এতে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৩৮নং ওয়ার্ড আ.লীগ : আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ২৫ নভেম্বর স্থানীয় লিলি কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম. হাসান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাসানের সঞ্চলনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন এস.এম. আবু তাহের, আবু নাছের, শামশুল আলম, এজাহার মিয়া, শের আলী সওদাগর, হাসান মুন্না, মো. সালাউদ্দিন, জাহিদুল আলম মিন্টু, মো. আলী মঈনু, শাহেদ বশর, শাহনেওয়াজ শানু, মো. ফোরকান, ছালামত আলী, সারোয়ার জাহান চৌধুরী, হোসেন কবির, মো. আলী, দিদারুল আলম, মোজাম্মেল হক, আব্দুল আজিম, লিংকন দে সান্টু, মো. সোলায়মান, শামীম উদ্দিন, আঃ রহমান, আব্দুল শুক্কুর, নাজিম উদ্দিন, মো. ফিরোজ, কামরুজ্জামান, নূর মোহাম্মদ, মো. সাগর, মহিউদ্দিন মনু, হানিফ বাদশা, নেজাম উদ্দিন, আব্দুল নূর, সারোয়ার আলম বাপ্পি, মনু সওদাগর, এনায়েত হোসেন, সালাউদ্দিন, খসরু, শফি আলম বাদশা, জাহাঙ্গীর বাদশা, ইউসুফ, মো. মাসুদ প্রমুখ।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ : প্রধানমন্ত্রীর মহাসমাবেশ সফল ও নগর স্বেচ্ছাসেবক লীগে তৃণমূল থেকে সংগঠিত করার লক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বৃহস্পতিবার নগরীর লালদিঘীর পাড় আইসোলেশন সেন্টারে মহানগরের ৩২, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে চলমান কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও প্রধান বক্তা ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুূদ্দীন। মনোয়ার জাহান মনির সভাপতিত্বে ও আব্দুল আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড তসলিম উদ্দীন, দেলোয়ার হোসেন ফরহাদ, নাজমুল হুদা শিপন, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশীদ লোকমান, দেবাশীষ আচার্য্য প্রমুুখ।

জাতীয় শ্রমিকলীগ ডক বন্দর অঞ্চল : আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে জাতীয় শ্রমিকলীগ ডক বন্দর অঞ্চলের উদ্যোগে এক প্রস্তুতি সভা শনিবার সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নইমুদ্দিন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, জলিল মেম্বার, ইকবাল, টিটু, শাহজাহান, বাবু, মতিন প্রমুখ নেতৃবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জেড আর চৌধুরী বাবু।
১২নং সরাইপাড়া ওয়ার্ড আ. লীগ : ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিক আদনান। সভাপতিত্ব করেন মো. নুরুল আমিন, আহবায়ক ও কাউন্সিলর ১২ নং সরাইপাড়া ওয়ার্ড।

শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম শুভাগমন এবং পলোগ্রাউন্ড মাঠের জনসভায় স্বতস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) উদ্যোগে ডক, মার্চেন্ট, স্টাফ, ল্যাসিং আনল্যাসিং, উইন্সম্যান বিভাগের প্রস্তুতি সভা মীর নওশাদের সভাপতিত্বে নিমতলা বিশ্বরোড সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মো. আলমগীর, মো. ইসকান্দর মিয়া, কামাল উদ্দিন, মো. হাসান, আফসার উদ্দিন, আইয়ুব দোভাষ, নুরুল আমিন ভুঁইয়া, মো. দুলাল মিয়া, হুমায়ুন কবীর, উৎপল বিশ্বাস, আবু বক্কর চৌধুরী বাপ্পী, মো. নাছের, আমিনুল ইসলাম ভুঁইয়া, জসিম উদ্দিন, শহিদউল্যাহ, জানে আলম, মো. নাছির উল্যা, ইলিয়াছ আলম, সোহেল চৌধুরী প্রমুখ।

শ্রমিক লীগ চন্দনাইশ উপজেলা : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পলোগ্রাউন্ডের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চন্দনাইশ উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে গত ২৫ নভেম্বর সংগঠনের সভাপতি মাহমুদুল হক বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব মাহমুদ শিমুলের সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহ সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, সহ সভাপতি আনোয়ার হোসেন, চন্দনাইশ পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, বৈলতলী ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক রঞ্জিত চন্দ্র নাথ, সদস্য সচিব মোহাম্মদ আবদুর রশিদ,পৌরসভা শ্রমিকলীগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মানিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, সাতবারিয়া শ্রমিকলীগ নেতা খসরু, সাকিল, বৈলতলী ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আবদুন নবী, মোহাম্মদ ইদ্রিস, মাস্টার রফিক, মোরশেদ, বাপ্পি, মোহাম্মদ সাদেক, শরাফত আলী, ডাক্তার প্রদীপ, শাহ নুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল আলম, যুবলীগ নেতা মঞ্জু, উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত প্রমুখ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধনৈতিকতা, মূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয়
পরবর্তী নিবন্ধআল্লামা শেরে বাংলা (রহ.) হেফজখানার ছাত্রদের দস্তারে ফজিল প্রদান অনুষ্ঠান