পরীক্ষার খাতা অবমূল্যায়ন কোনোভাবেই কাম্য নয়

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পরীক্ষার খাতা অবমূল্যায়নের কারণে প্রতিবছর হাজারও শিক্ষার্থীর ভবিষ্যতের স্বপ্ন ভেঙে চুরমার হচ্ছে। যার ফলে অনেক শিক্ষার্থীর জীবন বিপন্ন হচ্ছে। সঠিক পরিকল্পনার অভাবে পরীক্ষার খাতা এমনকি সরকার নিয়ন্ত্রিত বোর্ড পরীক্ষার (এসএসসি ও এইচএসসি) পরীক্ষার খাতাও অবমূল্যায়ন হয়ে থাকে। যেমন: অদক্ষ পরীক্ষক দ্বারা খাতা মূল্যায়ন করা, সঠিক নিরীক্ষণ না করা, পরীক্ষক নিজ হাতে খাতা মূল্যায়ন না করা, স্বল্প সময়ে অধিক খাতা মূল্যায়ন করা, পরীক্ষার উত্তরপত্র ভালভাবে না পড়ে অনুমানের উপর নম্বর দেওয়া, পরীক্ষকের খাতা মূল্যায়নের সময় পারিবারিক বা অন্য কাজে মনোযোগ দেওয়া, খাতা মূল্যায়নের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারি না করা, পরীক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ না থাকা, দুর্বল শিক্ষার্থীর সাথে ভালো শিক্ষার্থীর খাতা মিশে যাওয়া, পরীক্ষার মূল খাতার সাথে লুজ শিট সুতা দিয়ে সেলাই না করে পিন মারা, খাতা অবমূল্যায়নের শাস্তির বিধান না থাকা ইত্যাদি কারণে পরীক্ষার খাতা অবমূল্যায়ন হয়ে থাকে।
অনেক ক্ষেত্রে পরীক্ষক নিজ হাতে খাতা মূল্যায়ন না করে বাসার ছেলেমেয়ে, স্ত্রী,আত্মীয়-স্বজন, বন্ধু, এমনকি প্রাইভেট পড়তে আসা ছাত্র-ছাত্রীদের দ্বারাও খাতা মূল্যায়ন করে থাকেন। এতে করে শিক্ষার্থীর খাতা একেবারেই মূল্যায়ন হয় না। শুধু অনুমান বা পাতা গুণে নম্বর দেওয়া হয়। এ রকমটি প্রমাণিত হলে কঠিন শাস্তির ব্যবস্থা রাখতে হবে। পরিশেষে এটাই বলতে চাই শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড, সেখানে অপরিকল্পিত, অনিয়মে খাতা মূল্যায়ন করা কোনোভাবেই কাম্য নই।এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জেসমিন আক্তার
শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ,
ফেনী

পূর্ববর্তী নিবন্ধশৈলজানন্দ মুখোপাধ্যায়: সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক
পরবর্তী নিবন্ধঅসুস্থ পর্যটন, সুস্থ করবে কে?