অসুস্থ পর্যটন, সুস্থ করবে কে?

মীর মোঃ আদনান সাকিব | রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বিশ্বের অন্যান্য দেশের মতো পর্যটন শিল্পেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পর্যটন খাতে এদেশের সম্ভাবনা বিন্দুমাত্র প্রশ্ন নেই। যেখানে সরকারও এই খাতকে এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু নানামুখী অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার ফলে বরাবরই উপেক্ষিত এদেশের পর্যটনখাত। খোদ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ২০১৬ সালের এক সমীক্ষা অনুযায়ী এদেশের মাত্র ৫-৬ শতাংশ মানুষ ভ্রমণে যায়। দেশের বৃহৎ জনগোষ্ঠী যেখানে ভ্রমণের আওতার বাইরে, সেখানে প্রশ্ন থেকেই যায় কতটা অসহায় এদেশের পর্যটন। যে ৫-৬ শতাংশ মানুষ ভ্রমণে যায় তাদেরও পড়তে হয় নানা বিড়ম্বনার মাঝে। এইতো সপ্তাহখানেক আগেও পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভীড় করেন অসংখ্য পর্যটক। সেই সুবাধে সেখানকার অসাধু ব্যবসায়ীরা এসব পর্যটকদের একপ্রকার জিম্মি করেই খাদ্যদ্রব্যের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছেন। যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় প্রচারের ফলে এদেশের পর্যটন নিয়ে একধরনের বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে দেশ ও দেশের বাইরের পর্যটকদের মাঝে, যা এদেশের পযটন শিল্পের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। অন্যদিকে নানা পর্যটন এলাকায় নিরাপত্তা নিয়েও পর্যটকদের মাঝে রয়েছে বিরূপ প্রতিক্রিয়া। পর্যটন খাতে যে অসুস্থতা ভর করছে সেটি বেশিদিন চলতে থাকলে একসময় মুখ থুবড়ে পড়ার আশংকা। তাই, অতি সম্ভাবনাময় এই খাতকে সুস্থ করে তোলা জরুরিও বটে।
লেখক: শিক্ষার্থী

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষার খাতা অবমূল্যায়ন কোনোভাবেই কাম্য নয়
পরবর্তী নিবন্ধমাঝে মাঝে ভাবি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে