পবিত্র শবে মেরাজ আজ

আজাদী ডেস্ক ম | শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

পবিত্র শবে মেরাজ আজ। আজ শনিবার রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদেমসজিদে, নিজগৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকিরআজকার এবং ইবাদতবন্দেগীর মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে। ইসলাম ধর্মে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে।

কারণ, এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)

এদিকে, গতকাল সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পবিত্র শবমেরাজ উদ্যাপন উপলক্ষ্যে আজ দুপুর দেড়টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররাম জাতীয় মসজিদে পবিত্র শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লীগণ রাতব্যাপী ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধঅংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব শুধু সরকারি দলের নয়, বিএনপিসহ সকলের : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপাঁচ স্থানে বাইপাস-ওভারপাস