পদ্মা সেতু

মো. ফজলুল কাদের | বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

প্রমত্তা পদ্মার এপাড় ওপাড়
মিলে মিশে একাকার
জন্ম নিলো পদ্মা সেতু
বাংলাদেশ জেগেছে আবার।
উজান ভাটির গঙ্গা পদ্মা
চির বৈচিত্র্যময়
পদ্মার বুকে স্বপ্নের সেতু
দৃশ্যমান এক বিস্ময়।
স্বপ্ন হলো সত্যি তাদের
একুশ দক্ষিণ জেলার
একই সুতোয় গাঁথা হলো
জনপদ এই বাংলার।
সর্বনাশা পদ্মা নদী আজ
সর্ব আশার দ্বার
যুগে যুগে তাই প্রয়োজন
সাহসী এক রাহবার।
পদ্মা সেতুর দুই পাড়েতে
বসছে প্রাণের মেলা
কোন যাদুকর খেলছেরে ভাই
এমন যাদুর খেলা।
রাতের পদ্মায় এলইডি বাতি
রূপালী ইলিশ ভাসে
ভয় কেটেছে জেলে ভাইদের
জেলেনি চেপে হাসে।
পদ্মা সেতু গর্ব মোদের
আর আত্ম মর্যাদার
অবাক চোখে তাকিয়ে দেখে
গোটা বিশ্ব বারংবার।

পূর্ববর্তী নিবন্ধসড়কে বালুর ট্রাক চলাচলে প্রশাসনের নজরদারি প্রয়োজন
পরবর্তী নিবন্ধমধ্যবিত্তের জনজীবন দুঃখ ও হাহাকারে পূর্ণ