সড়কে বালুর ট্রাক চলাচলে প্রশাসনের নজরদারি প্রয়োজন

| বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

সম্প্রতি চট্টগ্রাম সহ সারা দেশে যে হারে সড়ক দুর্ঘটনা ঘটে চলছে তম্মধ্যে বালুর ট্রাকগুলো অন্যতম। জীবন কেড়ে নিতে অন্ধকার করে সারা জীবন পঙ্গু বানিয়ে রাখতে বালু পরিবাহী ট্রাকগুলো যেন প্রতিযোগিতায় নামছে। এমনিতে আমাদের সড়ক পথে কোনো না কোনো দিন দুর্ঘটনা বেড়ে চলছে। এর মধ্যে বালু উত্তোলন করে পরিবহন গাড়িগুলো আতঙ্ক ছড়াচ্ছে প্রতিনিয়ত।
নদী থেক প্রতিদিন ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বড় বড় ট্রাকে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে সড়ক পথে। এমনিতে পরিবেশ হুমকির মুখে। বালু ভর্তি ট্রাকে থাকে না কোনো ত্রিপল বা পর্দা। যার ফলে গাড়ির পিছনে কোনো যাত্রী থাকলে সোজা বালুগুলো চোখে মুখে উড়ে পড়ে সারা শরীরে। যাত্রী বা পথচারী যে কোনো সময় দুঘর্টনা পড়তে হচ্ছে প্রতিনিয়ত। সড়কে এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বালুর গাড়িগুলো। রিকশা কিংবা মোটর সাইকেলে যারা যাতায়াত তাদের মনে আতঙ্ক বিরাজ করে সবসময় যদি বালুর গাড়ি সামনে দিকে থাকে আরো বিভীষিকা করে তুলে যাত্রাপথে। তাই বালুর গাড়িগুলো রাতে কোনো নির্দিষ্ট সময়ে চলতে দেওয়া উচিত এবং বালুর গাড়ির জন্য পর্দা বা ত্রিপল দিয়ে ঢেকে রাখা উচিত যে কোনো স্থানে পাঠাতে হলে। সেই ক্ষেত্রে দুর্ঘটনা এবং আতঙ্ক জনমনে কমে আসবে পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি প্রত্যাশা করছি।

মো. নেজাম উদ্দীন
শিক্ষার্থী-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধআবু জাফর শামসুদ্দীন : সাংবাদিক ও সাহিত্যিক
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু