নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৭:৫৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সম্রাট (৩০) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কন্টেনার ডিপোর মালিকানাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে ভবনটিতে রংয়ের কাজ করছিলেন। সম্রাট নোয়াখালীর বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচতলা ভবনে রংয়ের কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন সম্রাট। দুর্ঘটনা

পরবর্তী সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) খুরশীদ আলম বলেন, শ্রমিক নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পাশাপাশি স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধউপেক্ষার এক হাসপাতাল
পরবর্তী নিবন্ধসারাদেশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৭ জন