নির্বাক নিস্তব্ধ কলম

জেবুননেছা বেগম | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:০৯ পূর্বাহ্ণ

আমি নির্বাক! নিস্তব্ধ হয়েছি সেই দিন, যেই দিন শুনেছি ভাইয়ের কাছে বোনের সতীত্ব নষ্ট! এ কি করে সম্ভব! আমি বিশ্বাস করিনি একটুও! আমি সেই দিনও বুঝতে পারিনি যেই দিন দেখেছি বাবাকে দেখে সাত বছরের মেয়ে দৌড়ে মায়ের আঁচলে মুখ লুকায়! আমি অবাক! লজ্জিত হয়েছি সেই দিন, যেই দিন দেখেছি শিক্ষকের চোখ কিশোরী মেয়ের বুকের দিকে! আমি ঘৃণা করি, অবজ্ঞা করি, থুথু ছিটাই ঐ মুখে… যে মুখ দিয়ে দুলাভাই শালীকে প্রেমের প্রস্তাব দেয়! অবশেষে ধর্ষণ। আমি এও শুনেছি, অফিস আদালত কিংবা স্কুল কলেজ মাদ্রাসা, সেখানে চলে মনের দেওয়া নেওয়া। একজনের বৌ অন্য জনের ভোগের খোরাক! চলে অবৈধ গোপনীয়তা! অবশেষে স্বার্থ, অংশীদারিত্ব বদনাম রটানো। ঐ মহিলার চরিত্র নষ্ট, তমুক মহিলা ভালো না, তারে চাকরি থেকে বরখাস্ত! তার পর সংসার ভাঙা মহিলা হয় পথভ্রষ্ট। শুধু ভাবছি এ কেমন করে সম্ভব! আমি বিশ্বাস করিনা কিছুই, একেবারেই করিনি। আমি এখন বুঝি, সব বুঝি, মনুষ্য বিবেক বস্ত্রহীন! স্বাধীনতা এখন মদের সিটি! দেয়ালবন্দি জনতা, ধর্ষণ, খুন, নিপীড়নে নির্যাতিত জনগণ! গণতন্ত্র নেই, নেই স্বাধীনতা, শুধুই অরাজকতা! পথেঘাটে, নিজ বাসাতে বোনের নেই নিরাপত্তা! মা,বৃদ্ধ দাদী, নানী, খালা, ফুফু তারাও শিকার! এ কেমন মাদকতা! কুকুরের কামনা ভাদ্র মাসে, রাস্তা ঘাটে, যেখানে সেখানে! তবে কি পুরুষ মানুষ তার চেয়েও নিকৃষ্ট জানোয়ার? ওরে জানোয়ারের দল, পৃথিবীর সুন্দর দেখেছিস কার জন্যে বল? যেই পথ দিয়ে এসেছো এই ভবে, সেই পথকেই সম্মান করো আগে। যদি থাকতো সামাজিক পারিবারিক ধর্মীয় শিক্ষা, তবে কি এই হাল হতো সমাজ ব্যবস্থা? এখনও সময় আছে, সুশীল সমাজ জাগ্রত হও… মা বোনের ইজ্জত বাঁচাও… বাঁচাও দেশ, বাঁচতে চাই মা জাতি…রুখে দাঁড়ানোর সময় এখনই।
ভাবছি বসে কি লিখবো আমি, কলমের কালি লাল রক্তে রঙিন আজি। নীরব থাকা মানায় না, বুক ফাটা কান্না গুলো শব্দ হয়ে আহাজারি করে, অথচ নীরবই থাকি। কারণ আমিও যে নারী। সকল প্রত্যাশার ভিড়ে কাল অনেক কথা হবে বাকশক্তি অবশ্যই আসবে ফিরে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তাহীনতা
পরবর্তী নিবন্ধআমরা মানুষ