আমরা মানুষ

জাহিদা সুলতানা | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:০৯ পূর্বাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা টা যেন ৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়টাকে চোখের সামনে এনে দিলো। হতবাক হয়ে যায় ভাষা খুঁজে পায় না, এতো সাহস কোথায় পায় নর্দমার কীটগুলো।
আমরা বাঁচতে চাই আমরা মানুষ হিসাবে স্বীকৃতি চাই। আমাদেরকে নারী হিসাবে না একজন মানুষ হিসাবে দেখার স্বীকৃতি চাই। কোথায় গেলে আমরা নিরাপত্তা পাবো কোথায় থাকলে আমাদের কন্যারা নিরাপদে থাকবে? আমরা ভীত বিহ্বল, আমাদের সন্তানরা একটা সুন্দর নিরাপদ জীবনের ভবিষ্যৎ নিয়ে শংকিত।
মাননীয় প্রধান মন্ত্রী আপনিও একজন মা, একজন নারী, আপনার কাছে আর্জি দেশের সব সমস্যার মধ্যে এই সমস্যাটাকে গুরুত্ব দেন সবচেয়ে বেশী, চিহ্নিত করা হোক এই নর্দমার কীটগুলোর শক্তি ও সাহসের উৎসস্থলগুলোকে, সমূলে উৎপাটন করা হোক সব কীট আর কীটের উৎপত্তিস্থল গুলোকে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাক নিস্তব্ধ কলম
পরবর্তী নিবন্ধকার জোরে ওরা অনাচারের ভিডিও সামাজিক মিডিয়ায় ছড়ানোর সাহস পায়