নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি

পলোগ্রাউন্ড মাঠে বিক্ষোভ সমাবেশে মির্জা আব্বাস

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

বিএনপি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল শেখ হাসিনার দূরসম্পর্কের আত্মীয়। এই নির্বাচন কমিশন আগের কমিশনের মতো আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবে। তাই এই নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বলতে চাই না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে যখন নির্বাচন হবে সেদিনই বাংলার জনগণ ভোট দিতে পারবে। গতকাল সোমবার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগর বিএনপির উদ্যোগে পলোগ্রাউন্ড স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।
ডা. শাহাদাত হোসেন বলেন, সরকারের অনুগত লোক দিয়েই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এটা আরেকটি হুদা কমিশন। নতুন নির্বাচন কমিশনের সদস্যরা সরকারের পছন্দের লোক। তারা সবাই সরকারের অনুগত, সুবিধাভোগী ও তোষামোদকারী। এদের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রামবাসী শেখ হাসিনার সরকারকে এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার ক্ষমতায় থাকলে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমবে না। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। আবুল হাশেম বক্কর বলেন, নিত্যপণ্যের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আবু সুফিয়ান বলেন, মানুষ মধ্যবিত্ত থেকে নিন্মবিত্তে চলে গেছে, যা বেশিরভাগ মানুষ বলতে পারছে না-এটাই বাস্তবতা। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন এম এ আজিজ, মো. মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধ২ মার্চের মধ্যে ইউক্রেনের দখল চান পুতিন
পরবর্তী নিবন্ধফের দাম বাড়াতে চান ভোজ্যতেল ব্যবসায়ীরা মন্ত্রণালয়ের ‘না’